-->
শিরোনাম

পৃথক ৩টি ঘটনায় পানিতে ডুবে একই উপজেলায় ৩ শিশুর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
পৃথক ৩টি ঘটনায় পানিতে ডুবে একই উপজেলায় ৩ শিশুর মৃত্যু

কুমিল্লার দেবিদ্বারে পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৩ শিশুর মৃত্যুর সংবাদে নিজ নিজ এলাকায় শোকের মাতম চলছে। নিহত শিশুরা হল,- দেবিদ্বার পৌর এলাকার বিজলীবাঞ্জার গ্রামের রং মিস্ত্রি অলিউল্লাহর এক মাত্র কণ্যা রাইসা(৭)। সে স্থানীয় বিজলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর ছাত্রী ছিল।

 

নিহত শিশুর কাকা মো. ফারুক মিয়া জানান, তার ভাইস্তি রাইসা বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নামে। এক সময় তার সাথের বন্ধুরা সবাই বাড়ি ফিরলেও রাইসা বাড়ি ফিরেনি। পরে প্রতিবেশী রফিকুল ইসলাম ভূঁইয়া পুকুর পাশ দিয়ে যাওয়ার পথে শিশুটিকে পুকুরে ভাসতে দেখেন। সংবাদ পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষণা করেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল এসিষ্ট্যান্ট ডাঃ মোজাম্মেল হোসেন জানান, আজ দুপুরে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের রঘুরাম্পর গ্রামের বাড়ির পুকুরের পানিতে ভাসমান অবস্থায় ৩ বছরের একটি শিশুকে তার স্বজনরা হাসপাতালে আসে। এখানে শিশুটির মৃত্যু নিশ্চিত জেনে স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিষ্টারে নাম ঠিকানা না দিয়েই স্বজনরা শিশুর লাশ নিয়ে বাড়ি চলে যায়।

 

অপর ঘটনাটি ঘটে শনিবার বিকেল সাড়ে ৪ টায় একই উপজেলার পৌর এলাকার বড়আলমপুর গ্রামের সাংবাদিক সফিউল আলম রাজীবের বাড়ির পুকুরে। বিকেলে শিশুটির মা পুকুরে গোসল করতে যান, শিশু সালমা তার সাথিদের সাথে খেলা করছিল। শিশুর মা ঘরে এসে শিশুটিকে খুঁজে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে ওই পুকুরে দেড় বছরের শিশু সালমাকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাকে বিকেল ৫ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত শিশু সালমা(১৮ মাস) বড়আলমপুর গ্রামের সোহরাব হোসেন সোহাগের মেয়ে।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version