-->
শিরোনাম

আশুগঞ্জে বিদ্যুৎ উৎপাদন বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আশুগঞ্জে বিদ্যুৎ উৎপাদন বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড (এপিএসসিএল) এর দু’টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন আংশিক বন্ধ রয়েছে।

 

শনিবার (৪ মে) সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই দু’টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়নি।

 

এর আগে শুক্রবার রাতে ময়লা পানির ঢোকার পর থেকে সংশ্লিষ্টরা সেগুলো সরিয়ে উৎপাদন স্বাভাবিক করার চেষ্টা করেন। রাতের মধ্যে উৎপাদন শুরু হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সৃষ্ট সমস্যায় দু’টি ইউনিটে প্রায় ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, এপিএসসিএল এর ৬টি কেন্দ্র থেকে মোট ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এর মধ্যে ৪৫০ মেগাওয়াট ক্ষমতার দু’টি কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের স্টিম টারবাইন চালু রাখতে মেঘনা নদী থেকে পাম্পের মাধ্যমে পাইপ দিয়ে পানি আনতে হয়। শুক্রবার রাতে ঝড়ের সময় ওই পাইপ দিয়ে ময়লা ও কচুরিপানা ঢুকে পড়ে। এতে পাওয়ার প্লান্টের নর্থ ও সাউথ স্টিম টারবাইন অংশ বন্ধ হয়ে যায়। ফলে প্রায় ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়।

 

এপিএসসিএল’র নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) প্রকৌশলী মো. আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, পানির পাইপে ময়লা ঢুকে সমস্যা সৃষ্টি হয়। দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক করার সবরকম চেষ্টা অব্যাহত রয়েছে।

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version