-->
শিরোনাম

ট্রলারে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি : যা ঘটল ছোট্ট রিধীর ভাগ্যে

খুলনা প্রতিনিধি
ট্রলারে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি : যা ঘটল ছোট্ট রিধীর ভাগ্যে
ক্যাপশন : শিশু রিধী রায়

খুলনার বটিয়াঘাটা উপজেলার ঝপঝপিয়া নদীর পানখালি ফেরিঘাটে ফেরি থেকে নদীতে পড়ে নিখোঁজ ৭ বছরের শিশু রিধী রায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৭টায় ফেরিঘাটের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এরপর তার পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। শিশু রিধী বটিয়াঘাটা উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ অফিসার রতন কুমার রায়ের মেয়ে। সে প্রথম শ্রেণির ছাত্রী ছিলেন। ফায়ার সার্ভিস জানায়, সোমবার বাবা-মা ও আত্মীয়দের সঙ্গে সুন্দবরনের করমজল এলাকায় যায় রিধী রায়। সেখান থেকে ট্রলারে করে বাড়িতে ফিরছিলেন তারা।

 

পথিমধ্যে ঝোড়ো বাতাস ও বৃষ্টি শুরু হলে ট্রলারটি পানখালি ফেরিঘাটে ভিড়ে। ট্রলারে দাঁড়িয়ে থাকা ফেরির ওপর দিয়ে ঘাটে উঠার চেষ্টা করছিলেন তারা। কিন্তু ফেরি ও পন্টুনের মাঝে থাকা ফাঁকা দিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়েছিল রিধী রায়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দাকোপের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবুল বাসার।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version