বুধবার (৮মে) অনুষ্ঠিত হওয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা পরিষদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে রোগ আর বয়সের ভারে কুঁজো হয়ে পড়া আবুল কাশেম এসেছেন সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে।
১০০ বছর বয়সী এই বুড়ো দুপুরে নাতির কোলে চড়ে ভোটকেন্দ্রে এলেন। বললেন, 'মনডা ক জীবনের শেষ ভোটটা দিছি, বাইচ্যা থাকলে আবার ভোট দিমু।' জীবনের শেষ প্রান্তে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তিনি খুব খুশি বলে জানান।
৩ ছেলে ও ৪ মেয়ের জনক শতবর্ষী আবুল কাশেম ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের চাঁন মনি পাড়া গ্রামের বাসিন্দা। স্ত্রী এখনো বেঁচে আছেন। তাঁর স্ত্রী'র বয়সও ৮০ বছরের বেশি বলে দাবি তাঁর।
জানা যায়, নাতি- নাতনিদের নিয়ে বেশ আদর যত্নের সাথে একই বাড়িতে বসবাস করছেন তিনি।
ভোরের আকাশ/ সু
মন্তব্য