-->
শিরোনাম

জাল ভোটে বাঁধা দেয়ায় পোলিং অফিসারকে মারধর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
জাল ভোটে বাঁধা দেয়ায় পোলিং অফিসারকে মারধর
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে এক ভাইস চেয়ারম্যান প্রার্থী ও তার সমর্থকদের জাল ভোট দিতে না দেওয়ায় পোলিং অফিসারকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
 
 
বুধবার (৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার চাতলপাড় ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
 
 
এ ঘটনায় ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে কেন্দ্রে কিছুটা ধীরগতিতে চলছে ভোটগ্রহণ। কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৯৯০টি। এর মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ২৪২টি।
 
 
রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার পলাশ মজুমদার জানান, বেলা ১১টার দিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হুমায়ূন কবির (চশমা প্রতীক) তার কয়েকজন সমর্থক নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। এরপর তার সমর্থকরা জাল ভোট দিতে চাইলে কর্মরত পোলিং অফিসার ফয়সাল ইসলাম বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রার্থীর সমর্থকরা পোলিং অফিসারকে চড়-থাপ্পড় মারতে থাকেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
 
 
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, 'অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। ওই কেন্দ্রের পরিস্থিতি শান্ত রয়েছে। পোলিং অফিসারকে মারধরে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।' 
 
 
ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version