ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ৩৪১৮৫ ভোট পেয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আব্দুল হামিদ আনারস প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নাজিম উদ্দিন দোয়াত কলম প্রতীক নিয়ে ২৮০৭৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়া মোঃ কামরুজ্জামান হেলিকপ্টার প্রতীক নিয়ে ১২৮৮৪ ভোট, জাহিদ আহম্মেদ সারোয়ার জাহান জাহাঙ্গীর মোটরসাইকেল প্রতীক নিয়ে ৬০৭২'ভোট ও আবু হাসনাত তারেক ঘোড়া প্রতীক নিয়ে ১২১১ ভোট পেয়েছেন।
অপরদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শেখ রাসেল তালা প্রতীক নিয়ে ২৫৫৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবিএম কাজল সরকার টিয়া প্রতীক নিয়ে ২০৬০২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
এছাড়া শাখাওয়াত হোসেন ফকির চশমা প্রতীক নিয়ে ১০৩০০ ভোট, সাইফুর রহমান মাইক প্রতীক নিয়ে ৭৬০৩ ভোট ও হুমায়ুন কবির টিউবওয়েল প্রতীক নিয়ে ১৬৭৮৬ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ মনোয়ারা বেগম হাঁস প্রতীক নিয়ে ৩১৮৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুমী বেগম সেলাইমেশিন প্রতীক নিয়ে ৩০১১৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়া,ঝর্ণা ঘোষ কলস প্রতীক নিয়ে ১৫১৯৮ ভোট ও হালিমা খাতুন ফুটবল প্রতীক নিয়ে ৩৯৪৫ ভোট পেয়েছেন।
তথ্যমতে হালুয়াঘাট উপজেলায় মোট ভোটকেন্দ্র ৯৪ টি, মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৮১ হাজার ৮৮১ জন।
ভোরের আকাশ/মি
মন্তব্য