ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা পরিষদ নির্বাচনের লিফলেটে প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর ছবি ব্যবহারের অভিযোগ উঠেছে এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
বিধি লঙ্ঘন করে আলোচিত চেয়ারম্যান প্রার্থী মো. মনির হোসেন এর লিফলেটে প্রধানমন্ত্রী ছাড়াও বঙ্গবন্ধু এবং সজিব ওয়াজেদ জয়ের ছবি ব্যবহার করা হয়েছে।
নির্বাচনী বিধিতে উল্লেখ আছে, নির্বাচনী প্রচারণায় কোনো প্রতিদ্বন্দ্বি প্রার্থী নিজ ছবি ও প্রতীক ব্যতীত অন্য কারো নাম, ছবি বা প্রতীক ব্যবহার করতে পারবে না। তবে প্রতিদ্বন্দ্বি প্রার্থী কোনো রাজনৈতিক দলের মনোনীত হলে সেই ক্ষেত্রে তিনি কেবল তার দলের বর্তমান দলীয় প্রধানের ছবি পোস্টার ও লিফলেটে ছাপাতে পারবেন। চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন।
ওই লিফলেটে লিখা রয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার আদর্শ লালন করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। কসবা-আখাউড়ায় উন্নয়নের রূপকার আইনমন্ত্রী আনিসুল হকের একজন একনিষ্ঠ কর্মী। টানা ১০ বছর আখাউড়া উপজেলা যুবলীগের সভাপতি ও পরবর্তীতে ৮ বছর আহ্বায়ক ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী মো. মনির হোসেন জানান, বিষয়টি আমার জানা নেই। অতি উৎসাহী কিছু মানুষ হয়তো এটা করে থাকতে পারে। আমি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি; খেয়াল রাখবো এমনটি যেন আর না হয়।
এদিকে উপজেলা নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার বলেন, 'বিয়ষটি আমাদের নজরে এসেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।'
ভোরের আকাশ/ সু
মন্তব্য