-->
শিরোনাম

ভাতার টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

ময়মনসিংহ ব্যুরো
ভাতার টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ভাতার টাকা হাতিয়ে নিতে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। হাতিয়ে নিয়েছে হাজারো সুবিধাভোগীর নগদ অ্যাকাউন্টের ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) নম্বর। এতে ভাতাভোগী মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
 
 
জানা গেছে, ফুলবাড়িয়া উপজেলায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাভোগী রয়েছে ৪৮ হাজার ৬৫৪ জন। তাদের জন্য বার্ষিক বরাদ্দ আসে ৩২ কোটি ২৭ লাখ টাকা। এর মধ্যে চলতি অর্থবছরে নতুন ভাতাভোগী হয়েছে ৪ হাজার ২০০। এই নতুন ভাতাভোগীরা আসন্ন কোরবানি ঈদের আগে জনপ্রতি এক বছরের প্রথম কিস্তিতে পাবেন ১০ হাজার ২০০ টাকা। কিন্তু তাদের অর্থ হাতিয়ে নিতে তৎপর হয়ে উঠেছে প্রতারক চক্র। গত কয়েক দিনে বিভিন্ন গ্রামের হাজারো ভাতাভোগীর নগদ অ্যাকাউন্টের ওটিপি নম্বর হাতিয়ে নিয়েছে তারা।
 
 
নগদ উদ্যোক্তা পয়েন্টে সেবা নিতে আসা প্রতিবন্ধী ভাতাভোগী অজুফা খাতুন বলেন, ‘আমাকে কল করে সমাজসেবা অফিসের লোক পরিচয় দিয়ে নগদ অ্যাকাউন্টের পিন নম্বর নিয়ে গেছে। তাই বৃহস্পতিবার সকালে যাই এই অফিসে।
 
 
কুশমাইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান বলেন, আমার ওয়ার্ডের শতাধিক ভাতাভোগীর নগদ অ্যাকাউন্টের পিন নম্বর হাতিয়ে নিয়েছে প্রতারকরা। বিষয়টি স্থানীয় সমাজসেবা অফিসের কর্মকর্তাদের জানিয়েছি।
 
 
উপজেলা সদরের নগদ উদ্যোক্তা পয়েন্ট লীন টেলিকমের পরিচালক শাহজাহান কবীর বলেন, ‘আমাদের কাছে প্রতারণার শিকার যেসব ভাতাভোগী আসছেন, তাদের মধ্যে ২০২৩-২৪ অর্থবছরের নতুন ভাতাভোগী বেশি।’
 
 
এ বিষয়ে ফুলবাড়িয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক জানান, এই ধরনের প্রতারণা রোধে জনসচেতনতার বিকল্প নেই। ডিজিটাল প্রতারণার বিষয়ে ভাতাভোগীদের সচেতন করতে মাইকিং করা হচ্ছে।
 
 
ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version