-->

স্কুলে আর্থিক অনুদান দিলেন প্রবাসী ইশতিয়াক দুলাল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
স্কুলে আর্থিক অনুদান দিলেন প্রবাসী ইশতিয়াক দুলাল
২ লাখ টাকার চেক তুলে দিচ্ছেন প্রবাসী ব্যবসায়ী ইশতিয়াক দুলাল

মৈন্দ উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে ২ লাখ টাকার আর্থিক অনুদান দিলেন বিশিষ্ট ব্যবসায়ী প্রবাসী ইশতিয়াক আহমেদ দুলাল।

 

রোববার (১২ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১নং মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে অবস্থিত মৈন্দ উচ্চ বিদ্যালয়ে এসে তিনি স্কুল কর্তৃপক্ষের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন। বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে স্কুলটির আজীবন দাতা সদস্য হিসেবে মনোনীত করেন।

 

বিশিষ্ট সমাজসেবক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী মোহাম্মাদ ইশতিয়াক আহমেদ দুলাল বলেন, 'আমি এই বিদ্যালয়েরই ছাত্র। দুই যুগের মতো প্রবাসে কাটিয়েছি। প্রবাসে থাকাকালীন সময়ে স্কুল উন্নয়নে সহযোগী হওয়ার ইচ্ছা পোষণ করি। প্রতিশ্রুত ওয়াদা রক্ষা করতে পেরে ভালো লাগছে। আপনারা আমার জন্য দোয়া করবেন; শুধু স্কুল নয়, মজলিশপুর ইউনিয়ন তথা ব্রাহ্মণবাড়িয়া জেলায় সবরকম সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাধ্যানুযায়ী নিজেকে সম্পৃক্ত রাখব ইনশাআল্লাহ।'

 

১৯৮৫ সনে প্রতিষ্ঠিত মৈন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তুফা মাহমুদ হায়দার বলেন, 'উনার এই আর্থিক সহায়তা আমাদের বিদ্যালয়ের জন্য অনেক উপকার হয়েছে।'

 

স্কুল ম্যানেজিং কমিটি'র সভাপতি জাকির হোসেন বলেন, 'স্কুলের জন্য জায়গা ক্রয় করতে গিয়ে টাকার খুব প্রয়োজন ছিল। প্রবাসী দুলাল সাহেবের এই সহযোগিতার কথা এলাকাবাসী সবসময় কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।'

 

এসময় শিক্ষকদের পাশাপাশি অন্যান্যদের মাঝে স্কুলের তিনবারের সাবেক সভাপতি শাহ আলম, ম্যানেজিং কমাটি'র সদস্যবৃন্দ, মজলিশপুর ইউনিয়ন আ. লীগ সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক ছাত্রলীগ সভাপতি মমিন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version