-->

ফারাক্কা-তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য

হিস্যার দাবিতে প্রচার অভিযান

মাগুরা প্রতিনিধি
ফারাক্কা-তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য

নদী বাঁচাও কৃষক বাঁচাও, ফারাক্কা বাঁধ মরণ ফাঁদ, জি কে প্রজেক্টের সেচ পানি সরবরাহ, ফারাক্কা-তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে জাতীয় কৃষক খেতমজুর সমিতির প্রচার অভিযান। বৃহস্পতিবার সকালে শহরের প্রেসক্লাবের সামনে থেকে এ প্রচার অভিযান শুরু হয়।

 

প্রচার অভিযান শেষে পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ প্রচার অভিযানে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, জাতীয় কৃষক খেতমজুর সমিতির সম্পাদক মোশারফ হোসেন নান্নু, যশোর কৃষক লীগের সাংগঠিনক সম্পাদকসহ অন্যরা। এ প্রচার অভিযানে ভারতের কাছ থেকে ফারাক্কা, তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা অদায় করা।

 

পদ্মা থেকে জি কে প্রজেক্টের পানি সরবরাহ নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন বক্তরা।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version