-->

বদলগাছীতে ভর্তুকি মূল্যে ২টি কম্বাইন হারভেস্টার বিতরণ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
বদলগাছীতে ভর্তুকি মূল্যে ২টি কম্বাইন হারভেস্টার বিতরণ
নওগাঁর বদলগাছীতে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে ২টি আধুনিক কৃষি উপকরণ ধান কাটা-মাড়াই যন্ত্র কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে।
 
 
এ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার (১৮ মে) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
 
 
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. কামরুল হাসান সোহাগ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী ।
 
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান।
 
 
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু, থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান পিপিএম, সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন।
 
 
আরো উপস্থিত ছিলেন, নবনির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রিজুয়ান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রিনা বেগম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এস.এম. মনিরুল ইসলাম সাজু প্রমুখ।
 
 
আলোচনা শেষে সদর ইউনিয়নের পূর্বখাপুর গ্রামের মো. ছামিউল আলম ও আধাইপুর ইউনিয়নের মুক্তিনগর গ্রামের গৌর চন্দ্র বর্মন'কে ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে ধান কাটা-মাড়াই যন্ত্র কম্বাইন হারভেস্টারের চাবি তুলে দেয়া হয়।
 
 
ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version