ইজিবাইক থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

শেরপুর প্রতিনিধি
ইজিবাইক থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

শেরপুরের নকলায় মায়ের সঙ্গে ভোটকেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে ইজিবাইক থেকে পড়ে মুন্নি (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। মুন্নি নকলা উপজেলার কবুতরমারি পূর্বপাড়ার মো. মিষ্টারের মেয়ে।

 

আজ বুধবার পুলিশ সূত্রে জানা যায়, মিষ্টারের স্ত্রী তাঁর তার মেয়ে মুন্নিকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী বাউসা কবুতমারী কেন্দ্রে ভোট দিতে যান। ভোট দিয়ে ইজিবাইকের উঠে বাড়ি ফিরছিলেন। পথে কবুতরমারি মিলন বাজার পুরাতন মসজিদের কাছাকাছি গাড়ি থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় মুন্নি। পরে তাকে নকলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

 

বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ওসি আব্দুল কাদের বলেন, শিশুর পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়।

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য