-->

চিতলমারী রিমালের তান্ডবে ১ কোটি ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি মৎস্য চাষীদের

অনলাইন ডেস্ক
চিতলমারী রিমালের তান্ডবে ১ কোটি ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি মৎস্য চাষীদের
চিতলমারী রিমালের তান্ডবে ১ কোটি ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি মৎস্য চাষীদের

বাগেরহাটের চিতলমারী উপজেলা সীমান্তবর্তী চিত্রা ও মধুমতী নদীর তীরবর্তী অঞ্চল, আরুলিয়া,ডুমুরিয়া, শ্রীরামপুর,কলিগাতী, বারাসিয়া, উমাজুরি, অশোকনগর সহ প্রত্যন্ত নির্মাঞ্চল প্লাবিত হয়ে ঘূর্ণিঝড় রিমেল এর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি শিকার হয়েছেন মৎস্য চাষীরা।

বুধবার সকালে (২৯মে) সরেজমিনে এমন চিএ দেখা যায়, চিতলমারী উপজেলা মৎস্য অফিসার শেখ আসাদুল্লাহ গণমাধ্যমকে জানান, ১৪১ হেক্টর জমিতে ৭'শ মৎস্য ঘের তলিয়ে মাছ ভেসে গেছে। এতে মৎস্য চাষীদের প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকার মাছ পানিতে ভেসে গেছে। এখানকার মৎস চাষীরা বড় একটি লোকশানের মধ্যে রয়েছে।

খিলিগাতী গ্রামের বাবলু মন্ডলে ছেলে মনি মন্ডল সাংবাদিকদের বলেন,আমার ৩ বিঘা ঘেরে প্রায় দুই লক্ষ টাকার মাছ পানিতে ভেসে গেছে। ডুমুরিয়া বাজারে কম্পিউটারের দোকানে পরিমল মন্ডল ছেলে প্রবীর মন্ডল বলেন, পূর্ব কোন প্রস্তুতি না থাকায় হঠাৎ করে আমার দোকানে পানি প্রবেশ করায় আমার দোকানে সবকিছু পানিতে তলিয়ে গেছে। এতে আমার ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

মন্তব্য

Beta version