-->
শিরোনাম

মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন প্রবাসী ছেলে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন প্রবাসী ছেলে
মায়ের স্বপ্ন পূরণে হবিগঞ্জ থেকে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে ব্রাহ্মণবাড়িয়ায় এলেন প্রবাসী এনাম

মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টার ও ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এসেছেন বর এনাম। আবার বিয়ে শেষে নববধূকে নিয়ে হেলিকপ্টারে চড়ে নিজ বাড়ি হবিগঞ্জের সদর উপজেলার উলুহার গ্রামের ফিরলেন বর। সোমবার (৩ জুন) বিকালে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুট্টাপাড়া গ্রামের সানজিদা আক্তারকে (১৮) বিয়ে করেন তিনি। এর আগে আকাশ পথে হেলিকপ্টারে চড়ে সরাইল উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া গ্রামের খেলার মাঠে নামেন বর এনাম।

 

এ সময় হেলিকপ্টারটি দেখতে উৎসুক এলাকাবাসী ভিড় জমান। সেখান থেকে ফুল দিয়ে সাজানো একটি ঘোড়ার গাড়ি করে কনের বাড়িতে আসেন তিনি। এছাড়া মাইক্রোবাসে শতাধিক বরযাত্রী যায় কনের বাড়ি। হবিগঞ্জের সদর উপজেলার উলুহার গ্রামের ইসমাইল মিয়ার ছেলে সিঙ্গাপুর প্রবাসী বর এনাম (৩৪) আর কনে সরাইল উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুট্টাপাড়া গ্রামের সফর আলী মেয়ে সানজিদা আক্তার (১৮)।

 

এলাকাবাসী জানান, তাদের গ্রামে এই প্রথম হেলিকপ্টার ও ঘোড়ার গাড়ি করে বিয়ে করতে এলেন কোনো বর। বর এনাম বলেন, 'আমার মায়ের স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসা। মায়ের স্বপ্ন পূরণ করতে পেরে আমি অনেক খুশি।' দাম্পত্য জীবনে সুখী হতে তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version