প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আয়েজিত আনন্দ মিছিলকে কেন্দ্র করে আনোয়ারা উপজেলায় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৭ জুন) বিকাল সাড়ে ৪ টার দিকে বন্দর সেন্টার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে দুই পক্ষের উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ ২০ জনের অধিক আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। পুলিশ কাঁদানো গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন, চাতরী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি তাজ উদ্দিন, সাবেক উপজেলা আওয়ামীলীগর সদস্য অজিত কুমার নাথ, সাবেক ভাইস চেয়ারম্যান হান্নান মন্জু চৌধুরী, যুবলীগ নেতা ব্যাংকার সাইফুল, কাকন, জামশেদ, ফরিদুল আলম, এরশাদ, আয়ুব, সিএনজি যাত্রী মনিরসহ বাকিদের নাম পাওয়া যায়নি।
জানা যায়, বাজেট ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষ পৃথক আনন্দ মিছিলের কর্মসূচি ঘোষণা করে। বিকেলের দিকে দুই পক্ষের নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। বেলা ৩টার পর সড়কের দুই পাশে অবস্থান নেন তাঁরা। ওই সময় তাঁরা পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকলে উত্তেজনা বেড়ে যায়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি, পরে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষের সময় দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। ওই সময় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অনুসারী ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নানসহ নেতা-কর্মীরা পাশের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে যান। ঘটনার পর সিইউএফএল সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জেনিফার বলেন, সংঘর্ষে আহত হয়ে এ পর্যন্ত ৭ জনকে হাসপাতালে আনা হয়েছে।
কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ জহির হোসেন বলেন, আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
ভোরের আকাশ/ সু
মন্তব্য