চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, আইনের বাতিঘর অ্যাড. এ এম আনোয়ারুল কবীর’র স্মরণে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার হালিশহর এ ব্লক কেন্দ্রীয় জামে মসজিদে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নাজিম উদ্দিন চৌধুরী।
সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার বার্তা সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল এর সঞ্চালনায় এতে বক্তব্য দেন, সন্দ্বীপ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফোরকান উদ্দিন আহমেদ, সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. মোস্তফা নূর, সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামে এর সাবেক সভাপতি অ্যাড. এম এ বারী, সাবেক সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসাইন, ইসলামী ব্যাংকের ডিএমডি তাহের আহমেদ চৌধুরী বাদল, সিনিয়র অ্যাড. পরেশ চন্দ্র দাশ, মুহাম্মদ সলিমুল্লাহ ও জামসেদুর রহমান মন্নান, মুস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রতন রঞ্জন নাথ, বাংলাদেশ আওয়ামী যুব লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য মো. আরিফুর রহমান, অ্যাড. মাহফুজুর রহমান মিল্লাত, হালিশহর এ ব্লক কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, প্রিমিয়ার লিজিং চট্টগ্রাম শাখার প্রধান শাহজামান আরজু, সন্দ্বীপ ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শামসুল কবির শামীম, রুপালী ক্রেডিটের সিনিয়র এজিএম কামরুল ইসলাম টিটু, বাংলাদেশ কমার্স ব্যাংকের সাবেক কর্মকর্তা আইয়ুব সাদেক, হালিশহর বি ব্লক সন্দ্বীপ সোসাইটির সাধারণ সম্পাদক মোসাদ্দেক আহমেদ, ইসলামী ব্যাংক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আবদুল আজিজ সজিব, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার হালিশহর প্রতিনিধি সৈয়দ আবুল কালাম আজাদ, সাংবাদিক আবদুল হান্নান রানা, মোবারক হোসাইন ভুঞ্জা ও মো. আরিফ, লেখক হালিম আল দীন, রুপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শেখ ফজলুল করিম হক সাহেব প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন, হালিশহর অগ্রণী ব্যাংক কলোনী বায়তুল মালেক জামে মসজিদের খতিব মাওলানা মো. দেলোয়ার হোসাইন।
অ্যাড. এ এম আনোয়ারুল কবীর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য, চট্টগ্রাম জজ কোর্টের জিপি, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বঙ্গবন্ধু ‘ল’ টেম্পল এর অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তিনি সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বৃহস্পতিবার বাদ আছর জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে ৩য় নামাজে জানাজা শেষে তাকে চট্টগ্রাম নগরীর চৈতন্য গলি কবরস্থানে তার পিতার পাশে দাফন করা হয়।
ভোরের আকাশ/ সু
মন্তব্য