-->

৭৯টি মোবাইল ও বিকাশের টাকা উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি
৭৯টি মোবাইল ও বিকাশের টাকা উদ্ধার

মেহেরপুরে হারিয়ে যাওয়া ৭৯টি মোবাইল ও ব্যাংকিং মোবাইল এর মাধ্যমে প্রতারণার ৮২১ হাজার টাকা আসল মালিকের কাছে ফিরিয়ে দিলো পুলিশ। সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয় সভাকক্ষে মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার নাজমুল হক।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, ডিবি ওসি সাইফুল ইসলাম, সাইবার ক্রাইম সেল এর সদস্য বৃন্দ সহ পুলিশ কর্মকর্তাবৃন্দ।

বিগত সময়ে জেলার ৩ থানায় দায়েরকৃত ৭৯ সাধারণ ডায়েরির ভিত্তিতে মোবাইলগুলো উদ্ধার করা হয়। পুলিশের সাইবার ক্রাইম সেল এর সহযোগিতায় উদ্ধারকৃত মোবাইলগুলো নিজ মালিকের হাতে তুলে দেওয়া হয়।

এছাড়াও বিভিন্ন সময়ে প্রতারণার শিকার হয়ে বিকাশে হারানো ৮১ হাজার টাকাও ফিরিয়ে দেওয়া হয়। হারানো মোবাইলগুলোর মধ্য সদর থানার ৬৮টি, গাংনী থানার ৮টি এবং মুজিবনগর থানার ৩টি মোবাইল উদ্ধার করা হয়। ৭জনের বিকাশের টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ৮১ হাজার টাকার মধ্যে মেহেরপুর সদর থানার অভিযোগের বিপরীতে ৫৬ হাজার ৪৭ টাকা এবং মুজিবনগর থানার ২৫ হাজার টাকা স্ব স্ব মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়।

এ ধরনের সমস্যায় পড়লে কোন ধরনের সংকোচ ছাড়াই পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে পরামর্শ দেন পুলিশ সুপার। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস ব্রিফিংয়ে জানান তিনি।

এদিকে খোয়া যাওয়া টাকা ও মোবাইল হাতে পেয়ে খুশি ভুক্তোভোগীরা।

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version