ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামে খাস জমি ও পূর্ব শত্রুতার জেরে মারামারির ঘটনায় গুরুতর আহত মঈন উদ্দিন আহাম্মদ (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে সরাইল থানার ওসি এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ এপ্রিল সরাইল থানাধীন পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে খাস জমি, আধিপত্য বিস্তার এবং পূর্ব শত্রুতার জের ধরে আইয়ুব খান, কাঞ্চন মিয়া গং বনাম কুদ্দুস মিয়া, জিয়াউল আমিন গংদের মধ্যে মারামারি হয়। ওই মারামারির সময় কুদ্দুস মিয়া গ্রুপের মঈন উদ্দিন আহাম্মদ পেট ও মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। আহতাবস্থায় মঈন উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকাবস্থায় সোমবার রাত ৩টার দিকে মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে ওসি বলেন, আগেই মামলা হয়েছে, যা এখন হত্যা মামলার ধারা হবে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
ভোরের আকাশ/ সু
মন্তব্য