-->
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন

নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের শপথ গ্রহণ

রাজশাহী ব্যুরো
নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের শপথ গ্রহণ

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ও ৪র্থ পর্যায়ের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণকে শপথ বাক্য পাঠ করালেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

মঙ্গলবার বিভাগীয় কমিশনারের আয়োজনে নগরীর জেলা পরিষদ মিলনায়তনে তাদের শপথবাক্য পাঠ করানো হয়।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করা হয়। একই সঙ্গে প্রশাসন ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের সমন্বয়ে মানুষের সেবা ও উন্নয়নে কাজ করে যাওয়ার আহ্বান জানান বিভাগীয় কমিশনার।

বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, জনপ্রতিনিধিদের লক্ষ্য দেশের উন্নয়ন ও মানুষের সেবা করা। বর্তমান সময়ে দেশের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হয়েছে, মানুষের প্রত্যাশা বেড়েছে, জীবনযাত্রার মানও বেড়েছে। আমরা ২০৪১ সালের স্বপ্ন দেখছি। দেশের উন্নয়নে আমাদেরই সেই স্বপ্ন পূরণ করতে হবে।

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version