-->

‘বন্ধুমহল এসএসসি-৮৬ ভোলা’র বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি
‘বন্ধুমহল এসএসসি-৮৬ ভোলা’র
বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
ক্যাপশান: আহ্বায়ক, সদস্য সচিব

‘বন্ধুমহল এসএসসি-৮৬ ভোলা’ এর ২য় বার্ষিক সাধারন সভা গত শনিবার বিকাল ৩ টায় ভোলার দি প্যপিলন হোটেল অনুষ্ঠিত হয়। মোহাম্মদ মুসার সভাপতিত্বে সভায় সদস্যরা তাদের মতামত ব্যক্ত করেন। পরে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে কমিটি গঠন করা হয়।

 

উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন-ইয়ারুল আলম লিটন , তরিকুল ইসলাম কায়েদ , হেলাল উদ্দিন , জামাল উদ্দিন লিটন , আলী নেওয়াজ পলাশ , এফরানুর রহমান মিথুন মোল্লা , মঞ্জুরুল আলম খান , অসীম কুমার সাহা , লিয়াকত হোসেন মুনসুর , আল ইসলাম কায়েদ।

 

আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- আহ্বায়ক- মোঃ ফিরোজ উদ্দিন, যুগ্ম-আহবায়কবৃন্দ- ইফতেখার হোসেন মামুন , মজিবুর রহমান রোমান , মকফুর উদ্দিন আলম চৌধুরী , খালেদা আক্তার বিলাসী , আকবর হোসেন , হুমায়ুন কবির হাওলাদার , মেজবা উদ্দিন , সাইফুল ইসলাম আকিব , মোঃ শাহ জামাল , এ কে এম বাহাউদ্দিন , শাহিন মাস্টার

 

সদস্য সচিব- মোঃ রিয়াজ উদ্দিন, কোষাধ্যক্ষ- মোহাম্মদ মুসা সদস্যবৃন্দ- , নাসির উদ্দিন , আব্দুল খালেক , দিদারুল আলম , এবিএম এনামুল হক , ফারুক শিকদার , আমিনুল হক , মোঃ হিরন মাস্টার , জগদীশ , ফরহাদ হোসেন , এজেড হেলালী।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version