-->

দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত 

গাইবান্ধা প্রতিনিধি
দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত 

গাইবান্ধা সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌরভ মোহন্ত তিলক (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শ্রী পূর্ণ নামের অপর মোটরসাইকেল আরহী গুরুত্বর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ জুন) রাত ১১টার দিকে গাইবান্ধা সদরের ফারাজীপাড়া (টিটিসি) নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত সৌরভ মোহন্ত তিলক গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ইন্দ্রারপাড় এলাকার দিনেশ মহন্তের ছেলে।

জানা যায়, ভাই ভাই জুয়েলার্সের কারিগর সৌরভ মোহন্ত তিলক রাতের কাজ শেষে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সদর উপজেলার ফারাজীপাড়া (টিটিসি) সামনে পৌঁছালে দ্রুতগতিতে বিপরীত দিক হতে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সৌরভ মৃত্যুবরণ করেন। এসময় তার সঙ্গে থাকা শ্রী পূর্ণ নামের আরও একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে তার অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।এ ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার ওসি মাসুদ রানা বলেন, ঘটনা জানার সাথে সাথেই উক্ত স্থানে গিয়ে লাশ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অন্যদিকে, আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version