-->
শিরোনাম

বজ্রপাতে এইচএসসি পরিক্ষার্থীর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
বজ্রপাতে এইচএসসি পরিক্ষার্থীর মৃত্যু

গাইবান্ধার ফুলছড়িতে হাঁস তাড়াতে গিয়ে বজ্রপাতে ফরহাদ হোসেন (১৮) নামের এক এইচএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুলাই) সন্ধ্যায় গজারিয়া ইউনিয়নের কাতলামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরহাদ উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারী এলাকার জিন্নাহ্ সর্দারের ছেলে। তিনি ফুলছড়ি কলেজ থেকে চলমান এইচএসসি পরিক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশু।

চেয়ারম্যান ও নিহত যুবকের স্বজনরা জানান, ফরহাদ সোমবার সন্ধ্যায় মাগরিবের আযানের পরপরই বাড়ির পাশের পুকুর থেকে হাঁস তাড়িয়ে বাড়িতে নিচ্ছিলেন। এ সময় বৃষ্টিসহ বিকট শব্দে বজ্রপাত হলে আহত হয় ফরহাদ। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যপারে গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশু বলেন, ফরহাদ ফুলছড়ি কলেজ থেকে চলমান এইচএসসি পরিক্ষায় অংশগ্রহণ করেছে। এমন ঘটনা খুবই দুঃখজনক।

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version