সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সুরমা নদীতে প্রচণ্ড স্রোতের কবলে পড়ে নৌকা ডুবে শিশুসহ ৩ জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (২ জুলাই) সকালে দোয়ারাবাজার উপজেলার আজমপুর খেয়াঘাটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ (মঙ্গলবার) সকাল ১১ টায় ছোট ডিঙি নৌকায় উপজেলার আজমপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা নারী ও শিশুসহ ৭ জন আজমপুর খেয়াঘাট এলাকায় সুরমা নদী পার হচ্ছিলেন। এসময় প্রচণ্ড স্রোতের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালিয়ে শিশুসহ ৪ জনকে উদ্ধার করে। তবে এখনো আরও ৩ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন, দোয়ারাবাজার উপজেলার মানসিক প্রতিবন্ধী জোছনা বেগম (৩৫), গুলো বিবি (৭০) ও এক বছর বয়সী শিশু ময়না মিয়া।
উদ্ধার হওয়া ৪ জনের মধ্যে দুজনকে মুমূর্ষু অবস্থায় দোয়ারাবাজার উপজেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, নদীতে প্রচণ্ড স্রোতের কবলে পড়ে ডিঙি নৌকাটি নদীতে ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ৪ জনকে জীবিত উদ্ধার করেছে। এখনো আরও ৩ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/ সু
মন্তব্য