গত দুদিন ধরে কম বৃষ্টিপাত ও শনিবার প্রখর রোদে সুনামগঞ্জে দ্বিতীয় দফার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। কমতে শুরু করেছে সুরমা, যাদুকাটাসহ সবগুলো নদ-নদীর পানি। তবে হাওরের পানি নামছে ধীর গতিতে। ফলে দুর্ভোগ পিছু ছাড়েনি হাওরপাড়ের জনজীবনের। ইতোমধ্যে দ্বিতীয় দফা বন্যায় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়িসহ কাঁচা পাকা গ্রামীণ সড়ক। ফলে চরম ভোগান্তিতে রয়েছেন, জেলার নিম্নাঞ্চলের কয়েক লাখ মানুষ।
শনিবার বিকেল সোয়া ৪টায় সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড এ তথ্য নিশ্চিত করেছে।
সুনামগঞ্জে প্রথম দফা বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে না উঠতেই ৩০ জুন থেকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ফের বন্যার পানিতে নিমজ্জিত হয় হাওরের এ জনপদ।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. ইমদাদুল হক বলেন, শনিবার প্রখর রোদ্রতাপে সবগুলো নদ-নদীর পানি কমতে শুরু করেছে। ফলে ক্রমাগত বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।
ভোরের আকাশ/ সু
মন্তব্য