-->
শিরোনাম
কোটা পদ্ধতি সংস্কারের দাবি

ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহ ব্যুরো
ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করা হয়েছে। এ সময় জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন আটকে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

বুধবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। পরে সাড়ে ১০টার দিকে একটি মিছিল নিয়ে জব্বারের মোড় এলাকায় এসে তারা রেলপথ অবরোধ করেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৫টা) রেলপথ অবরোধ রয়েছে। কোঠা বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সংবাদ সম্মেলন করে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে বলা হয়, বুধবার সারাদেশের সব মহাসড়ক ও রেলপথ এ ব্লকেডের আওতাভুক্ত থাকবে।

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version