সিরাজগঞ্জের সলঙ্গায় আলোচিত হত্যা ও ডাকাতি মামলার প্রধান আসামীকে ধরতে গিয়ে স্বরসতী নদীতে ডুবে রায়গঞ্জ থানার এস.আই রেজাউল ইসলাম শাহ (৪৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। খবর পেয়ে উল্লাপাড়া ফায়ারসার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে তার মরদেহ উদ্ধার করে।
তার মরদেহ সিরাজগঞ্জের শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আজ সোমবার সকাল ১০টার দিকে রায়গঞ্জ উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর গ্রামের স্বরসতী নদীতে এ ঘটনা ঘটে। তিনি নওগাঁ জেলার সাপাহার গ্রামের তোজাম্মেল হক শাহ ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের এরানদহ গ্রামের আলোচিত চাচার লাঠির আঘাতে ভাতিজা খুন ও ডাকাতি মামলার প্রধান আসামী নাজমুল হাসানকে গ্রেপ্তার করতে অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশেন উপস্থিতি টের পেয়ে আসামী স্বরসতী নদীতে ঝাপ দেয়। সে সময় এসআই রেজাউল ইসলাম আসামীকে ধরতে নদীতে ঝাপ দেয়। তারা দুজনের নদী পার হওয়ার চেষ্টা করলে এসআই রেজাউল নদীর পানিতে ডুবে যায়। খবর পেয়ে উল্লপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে ১ ঘন্টা অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।
আসামী নাজমুল হাসান সাতরিয়ে নদী পার হয়েছে কি না বা সেও নদীতে ডুবেছে কি না তা নিশ্চিত হতে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল কে খবর দেয়া হয়েছে।
উল্লাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নুর ইসলাম বাবু ভোরের আকাশকে বলেন, নদীতে ডুবে পুলিশ সদস্য নিখোঁজ হয়েছে এমন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। সেখানে অভিযান চালিয়ে পুলিশের এসআই রেজাউলের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করি। আসামী নাজমুল হাসান সাতরিয়ে নদী পার হয়েছে কি না বা সেও নদীতে ডুবেছে কি না তা নিশ্চিত হতে রাজশাহীতে ডুবুরী দল কে খবর দেয়া হয়েছে। তারা আসলে উদ্ধার কাজ শুরু করবে। সিরাজগঞ্জ শহীদ এম এ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের ডা. গোলাম আম্বিয়া ভোরের আকাশকে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।
সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুল রহমান মন্ডল ভোরের আকাশকে বলেন, আজ সকাল ১০ টার দিকে হত্যা ও ডাকাতি মামলার আসামীকে গ্রেপ্তার করতে অভিযান চালায় পুলিশ। আসামী নাজমুল ইসলাম নদীতে ঝাপ দিলে পুলিশের এসআই রেজাউল ও ঝাপ দেয়। নদীতে হার্ড এটার্ক করে তার মৃত্যু হয়েছে।
ভোরের আকাশ/সু
মন্তব্য