ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে রেষ্টুরেন্ট, মিষ্টির দোকান, বেকারিসহ ৪ প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টে প্রায় দেড়লাখ (১ লাখ ৪৬ হাজার টাকা) জরিমানা করা হয়।
সোমবার দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত যৌথভাবে পরিচালিত মোবাইল কোর্টের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি ও এসিল্যান্ড রাহাতুল ইসলাম।
আহার রেস্টুরেন্টকে ৮ হাজার, নাইওর রেস্টুরেন্টকে ৮ হাজার, নিমাই মিষ্টান্ন ভাণ্ডারকে ৮০ হাজার টাকা এবং সততা বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকার কথা জানানো হয়।
ভোরের আকাশ/ সু
মন্তব্য