-->

নড়াইলে মহাশ্মশান উদ্বোধন

নড়াইল প্রতিনিধি
নড়াইলে মহাশ্মশান উদ্বোধন

নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের হাতিয়ারা গ্রামে মহাশ্মশানের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও ফিতা কেটে এই মহাশ্মশানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনের শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, হাতিয়ারা গ্রামের পূজা উদযাপন পরিষদের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য, শ্যামল সিকদার। এসময় বক্তব্য দেন, হাতিয়ার গ্রামের পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিমাংশু গোস্বামী, শেখহাটি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু মলয় কান্তি বিশ্বাস, নারী নেত্রী ইপি রানি গোস্বামী, আওয়ামী লীগ নেতা অজিত বিশ্বাস, হাতিয়ারা মহাশ্মশান নির্মাণে সার্বিক সহযোগী ডা. প্রিতিশ বিশ্বাস, মিঠুন বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু মিহির রঞ্জন বিশ্বাস।

এর আগে বৃহস্পতিবার মহাশ্মশান এলাকায় বৃক্ষ রোপন করা হয়।

স্থানীয়রা বলেন, গ্রামের সকলের সহযোগিতায় কালী মন্দির চত্বরে নান্দনিক এই মহাশ্মশান নির্মাণ করা হয়েছে। এখানে ১১টি এলাকার সকল মানুষ তাদের স্বজনদের শেষ কৃত্য সম্পাদন করতে পারবে।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version