কোটাবিরোধী আন্দোলনকে ঘিরে সারা দেশে নাশকতার কমবেশি আঁচড় লাগলেও কোনো আঁচড়ও লাগেনি গাজীপুর জেলার কালীগঞ্জে। এই এলাকায় কোনো নাশকতার ঘটনা ঘটেনি। এই উপজেলায় জীবনযাত্রা সব সময় স্বাভাবিক ছিল; এখনো আছে।
স্থানীয়রা জানায়, লাগাতার কোটা আন্দোলনের পাঁচ দিন রাজধানী ঢাকাসহ সারা দেশের কমবেশি তান্ডব চালায় দুর্বৃত্তরা। সবচেয়ে বেশি ক্ষতি হয় রাজধানী ঢাকায়। ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলার সীমানাঘেঁষা গাজীপুর জেলায়ও হামলা, ভাঙচুর অগ্নিসংযোগসহ হতাহতের ঘটনা ঘটেছে। গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী, বাসন, চান্দনা চৌরাস্তা, শ্রীপুর কালিয়াকৈরসহ বেশ কিছু জায়গায় নাশকতা হয়েছে। কিন্তু গাজীপুর জেলার কালীগঞ্জ ও কাপাসিয়ায় কোনো নাশকতার ঘটনা ঘটেনি। এই উপজেলায় জীবনযাত্রা সব সময় স্বাভাবিক ছিল।
স্থানীয় সূত্র জানায়, কালীগঞ্জে পক্ষে-বিপক্ষে কেউ মাঠে ছিলেন না। তবে পরিস্থিতি বিবেচনায় প্রশাসন তৎপর ছিল ও এখনো আছে। অভ্যন্তরীণ বিরোধ থাকলেও কোটাবিরোধী আন্দোলনকে ঘিরে সৃষ্ট নাশকতা প্রতিরোধে যার যার অবস্থানে সোচ্চার বলে দলীয় সূত্রের দাবি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মাহতাব উদ্দিন বলেন, এই উপজেলায় কোনো নাশকতার ঘটনা ঘটেনি। তাই কোনো মামলা বা গ্রেপ্তারও নেই। তবে আমাদের রুটিন কাজ চলছে।
ভোরের আকাশ/ সু
মন্তব্য