-->
শিরোনাম

বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন

মাসুদ রানা, বরিশাল প্রতিনিধি
বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন

ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এই স্লোগান নিয়ে আজ  গত ৩১ জুলাই বুধবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর বরিশাল এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার বরিশাল সোহরাব হোসেন। আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ হাসান মোঃ শওকত আলী, অতিরিক্ত ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ শহিদুল্লাহ, উপপরিচালক জেলা মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগ কৃপেন্দ্র নাথ বিশ্বাস, পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম বিপিএম বার, জেলা মৎস্য কর্মকর্তা বরিশালসহ মৎস্য কর্মকতার ও মৎস্যের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনায় জাতীয় মৎস্য সপ্তাহ ৩০ জুলাই থেকে ৫ই আগস্ট এর তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।

পরে বরিশাল জেলায় ১০ জন শ্রেষ্ঠ মৎস্য চাষিদের মাঝে ক্রেস্ট বিতরন, প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা। পরিশেষে ডিসি লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version