-->
শিরোনাম

গাইবান্ধায় পুলিশের দায়িত্বের কার্যক্রম শুরু

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় পুলিশের দায়িত্বের কার্যক্রম শুরু

আট দিন বন্ধ থাকার পর গাইবান্ধায় পুলিশের পুরোদমে কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১২আগস্ট) সাড়ে ১১ টার দিকে গাইবান্ধা সদর থানার পুলিশ সদস্য তাদের দায়িত্ব পালনের কার্যক্রম শুরু করেন। জেলার সাতটি থানা ফাঁড়িসহ এবং ট্রাফিক পুলিশ সদস্যরা কাজে যোগ দিয়েছেন।

গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন সদর থানায় এক সংবাদ সম্মেলনে এসব বিষয় নিশ্চিত করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) আব্দুল্লাহ আল মামুন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানাসহ অনেকেই।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, পুলিশ সবসময় জনগনের পাশেই ছিল, আছে এবং আগামীতেও থাকবে।গত ৫ তারিখের থেকে দেশে ঘটে যাওয়া ঘটনায় পুলিশের উপর যে হামলা চালানো হয় এবং থানা গুলোতে যে ভাংচুর চালানো হয় তার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি পুলিশি কার্যক্রম বন্ধ থাকাকালিন যদি কোন অপরাধ হয়ে থাকে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

তিনি আরো বলেন, আজ থেকে দেশ ও জাতির স্বার্থে আমরা কাজে যোগ দিলাম। আশা করছি আমাদের কাজে সবাই সহযোগিতা করবে।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version