ফেনীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে নিহত আট ছাত্রের পরিবারকে বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।শুক্রবার দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে সফর নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু নিহতদের পরিবারের সদস্যদের হাতে এ অনুদান প্রদান করেন।
বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু প্রথমে দাগনভূঁঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নে নিহত সারোয়ার জাহান মাসুদ, সদর উপজেলার পাঁচগাছিয়া এলাকার নিহত ওয়াকিল আহমেদ শিহাব, সাইদুল ইসলাম, সোনাগাজী উপজেলার জাকির হোসেন শাকিব, মাহমুদুল হাসান, ফুলগাজী উপজেলার ইশতিয়াক আহমেদ শ্রাবণ ও পরশুরাম উপজেলার ইকরাম হোসেনের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন।
এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন ভিপি, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুন,সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু,শাহেনা আক্তার শানু, নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, মশিউর রহমান বিপ্লব, কৃষকদলের সাবেক যুগ্ম সম্পাদক শাহজান মিয়া সম্রাট, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী,দাগনভূঁঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন,সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন,ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক মো: স্বপন, সদস্য সচিব আবুল হোসেন, ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন,সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ,দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন, সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশীদ আলম ভূঁইয়াসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/মি
মন্তব্য