-->
শিরোনাম

গাইবান্ধায় প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ'র নাগরিক শোকসভা

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ'র নাগরিক শোকসভা

তেল -গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহবায়ক সর্বজন শ্রদ্ধেয় প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ'র মৃত্যুতে গাইবান্ধায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) বেলা ১১ টার দিকে শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

এতে জাতীয় কমিটি গাইবান্ধা জেলার আহবায়ক অ্যাড. শাহাদাত হোসেন লাকু এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য কমরেড আমিনুল ইসলাম গোলাপ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাজহারুল মান্নান,কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, গনফোরাম সভাপতি কমরেড ময়নুল হক রাজা, কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি ওয়াজির রহমান র‍্যাফেল, জাতীয় কমিটির সাবেক সদস্য সচিব জিয়াউল হক জনি, সাবেক শিক্ষক নেতা অধ্যাপক মনতাজুর রহমান বাবু, অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি প্রনব চৌধুরী, বাসদ জেলা আহবায়ক কমরেড গোলাম রব্বানী,কমিউনিস্ট পার্টি জেলা সাধারণ সম্পাদক কমরেড মোস্তাফিজুর রহমান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক রেবুতি বর্মন, বাসদ(মার্কসবাদী) নির্বাহী ফোরামে সদস্য কমরেড নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।

উক্ত আলোচনা সভার পূর্বে প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ স্মরণে কালো ব্যাজ ধারণ, প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় কমিটি, বিভিন্ন রাজনৈতিক দল সংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, তেল- গ্যাস- খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির প্রতিষ্ঠাতা প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ্ ০৯ আগষ্ট ২০২৪ সকালে যুক্তরাষ্টের টেক্সাসে মৃত্যবরন করেন। তিনি এদেশের জাতীয় সম্পদ রক্ষায় অনন্য সাধারন ভুমিকা রেখেছেন। ১৯৯৮ সালে তাঁর নেতৃত্বে জাতীয় সম্পদ রক্ষা কমিটির যাত্রা শুরু হয়।

তিনি গ্যাস রপ্তানি প্রতিরোধ, বন্দর রক্ষা, জ্বালানী ও বিদ্যুৎখাতে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিল, ফুলবাড়ী উন্মুক্ত কয়লাখনি প্রতিরোধ, সুন্দরবন বিনাশী রামপাল প্রকল্প বাতিল আন্দোলনে নেতৃত্ব দেন। ব্যক্তিগত জীবনে নীতি নৈতিকতা, রাজনৈতিক প্রজ্ঞা, সমাজ এবং সামাজিক দায়বদ্ধতা সর্বোপরি দেশমাতৃকার প্রতি গভীর ভালবাসা যা এদেশের মানুষের কাছে চিরস্মরনীয় হয়ে আছেন। নেতৃবৃন্দ তাঁর জীবন সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন এবং জীবন থেকে শিক্ষা নিয়ে এদেশের মুক্তিকামী মানুষদের আগামী দিনে জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে এগিয়ে আসার আহবান জানান।

কর্মসূচিতে শেষে প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ্ স্মরণে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version