-->
শিরোনাম

আখাউড়ায় ট্রেন নিচ থেকে অলৌকিকভাবে বেঁচে গেছেন ষাটোর্ধ বৃদ্ধা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আখাউড়ায় ট্রেন নিচ থেকে অলৌকিকভাবে বেঁচে গেছেন ষাটোর্ধ বৃদ্ধা
ট্রেন চলে যাবার পরও রেললাইনে অক্ষত ষাটোর্ধ বৃদ্ধা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ষাটোর্ধ এক বৃদ্ধার ওপর দিয়ে ট্রেন চলে যায়। তবে অলৌকিকভাবে তিনি বেঁচে গেছেন। ট্রেন চলে যাওয়ার পর তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। ওই নারীর নাম জামিলা। তিনি হোটেলে শ্রমিকের কাজ করেন।

ঘটনার সময় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের চেয়ে অনেকটা বিলম্বে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস আখাউড়ায় যাত্রাবিরতি দেয়। ট্রেনটি রোববার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টার পরপর ছাড়ার সময় প্লাটফরমে দাঁড়িয়ে থাকা বৃদ্ধা পড়ে যান। এরপর ট্রেনটি ওই বৃদ্ধার ওপর দিয়ে যেতে থাকে। ট্রেন যাওয়া অবস্থায় তিনি প্লাটফরম ঘেঁষে রেললাইনে শুয়ে থাকেন। ট্রেন চলে যাওয়ার পর কাছাকাছি থাকা মানুষজন বৃদ্ধাকে টেনে প্লাটফরমে তুলেন। এ সময় তিনি অক্ষত ছিলেন। একেই বলে রাখে আল্লাহ, মারে কে!

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version