ঢাকার সাভারে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থী সাজ্জাদ হোসেন নিহতের ঘটনায় মামলা হয়েছে। এতে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে প্রধান করে ৩২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪-৫শ জনকে আসামি করা হয়েছে।
রোববার( ১৯আগষ্ট )রাতে সাভার মডেল থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন নিহত শিক্ষার্থী সাজ্জাদ হোসেনের বাবা মো. আলমগীর।
সাভারে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, পৌর মেয়র হাজী আব্দুল গনি, উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও তার ভাই ফখরুল আলম সমর সহ ৩২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গুলি করে শিক্ষার্থী সাজ্জাদ হোসেনকে হত্যার অভিযোগ এনে তার বাবা আলমগীর হোসেন সাভার মডেল থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন। জানা যায়, নিহত সাজ্জাদ হোসেনর বাড়ি নীলফামারীর সৈয়দপুরে। সে পরিবারের সঙ্গে সাভারে থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও পলিটেকনিক্যালে পড়াশোনা করত।
ঘটনার দুদিন আগে সে সাভারে পরিবারের কাছে এসেছিল। একদফা দাবি আদায়ের আন্দোলনে গত ৫ আগস্ট পলিটেকনিক্যাল ইনিস্টিটিউটের ছাত্র সাজ্জাদ হোসেন বাজার বাসস্ট্যান্ড এলাকায় গুলিবিদ্ধ হলে তাকে স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর পরদিন সকালে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মামলার অন্য আসামিরা হলেন- কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা, নুরে আলম সিদ্দিকী নিউটন, মশিউর রহমান সম্রাট, রমজান হোসেন, সানজিদা শারমিন মুক্তা, আওয়ামী লীগ নেতা মাসুদ চৌধুরী, মিজানুর রহমান মিজান, ছাত্রলীগের আতিকুর রহমান আতিক,সুজন, আবদুল হালিম,মেহেদী হাসান তুষার দেলোয়ার হোসেন দিলু,শাহিন, আহমেদ রুবেল, শেখ সাঈদ ,নাদীমসহ অঙ্গ সংঠনের প্রায় তিনশ নেতাকর্মী।
ভোরের আকাশ/মি
মন্তব্য