-->

বন্যার পানি কিছুটা কমলেও এখনও ঘরে ফিরতে পারছেন না পরিবারগুলো

খাগড়াছড়ি প্রতিনিধি
বন্যার পানি কিছুটা কমলেও এখনও ঘরে ফিরতে পারছেন না পরিবারগুলো

খাগড়াছড়ির বন্যার পানি কিছুটা কমলেও এখনও ঘরে ফিরতে পারছেনা পরিবারগুলো। নদীর পানি বাসা বাড়ি থেকে নেমে গেলেও এখনও মেঘলা আকাশ নানা উদ্বেগ উৎকন্ঠায় কাটাচ্ছের চেঙ্গী নদী তীরবর্তী পরিবারগুলো। ইতোমধ্যে জেলা প্রশাসনের বরাদ্দ দেয়া পৌর একালাকার ১২ মেট্রিকটন খাদ্যশস্যের শুকনো খাবার পৌছানো হচ্ছে ক্ষতিগ্রস্তদের দ্বারে দ্বারে।

সকালে এ খাদ্যশস্য জনপ্রতিনিধি ও বন্যা কবলিতদের মাঝে তুলে দেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, সদ্য পৌর প্রশাসক পদে নিয়োগ পাওয়া স্থানীয় সরকারের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা।

বুধবার সকাল থেকে ব্ন্যার কিছুটা উন্নতি হলে কিছু কিছু পরিবার ঘরে ফিরে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করতে দেখা যায়। টানা ৪র্থ বারের মত বন্যার কবলে পরা কৃষকদের ফের পলিকাদা, ও পাহাড়ের ঢলে নষ্ট হয়েছে বিপুল পরিমান ফসলি জমির শাকসবজিসহ ধানক্ষেত। নষ্ট হওয়া বাসাবাড়ির আসবাবা পত্র ব্যবহার উপযোগী করে তুলতে চেষ্টা করছেন নিম্ন আয়ের মানুষগুলো।

এদিকে মাইনি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মেরুং কবাখালি ইউনিয়ন ও জেলা সদরের বেশ কয়েকটি গ্রাম এখনও পানিবন্দী রয়েছে।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version