-->
শিরোনাম

ভারি বর্ষণে ভেঙে গেছে বেইলি ব্রিজ

১৪ গ্রামের ৪০ হাজার মানুষের ভোগান্তি

জাকির মোল্লা, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
ভারি বর্ষণে ভেঙে গেছে বেইলি ব্রিজ
লাগাতার ভারি বর্ষণে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজ ভেঙে গেছে। এতে ওই এলাকার ১৪ গ্রামের অন্তত ৪০ হাজার মানুষ ভোগান্তিতে পড়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) রাতের কোনো এক সময় ব্রিজটি হঠাৎ ভেঙে পড়ায় চরম বিপাকে পড়েছে লোকজন। থমকে গেছে যান চলাচল।
 
আজ বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের বটতলা বালুর ঘাট সংলগ্ন চরআলগী আতকাপাড়া গ্রামের খালের পানির স্রোতে ভেঙে পড়ে আছে বেইলি ব্রিজটি। 
 
স্থানীয়রা বাসিন্দারা জানায়, কয়েক দিন ধরে ভারি বর্ষণের কারণে বেইলি ব্রিজের নিচ দিয়ে  খালের পানির স্রোতের কারণে দুই পাশের মাটি সরে যায়। এতে ব্রিজটি ভেঙে পড়ে। ফলে, মরিচার চর, চরআলগী টান পাড়া, টান মলামারি, নামা মলামারি, বড়ই কান্দি, মাঠ পাড়া, মাইজ পাড়া, হাশের আলগী নদীর ওই পাড়ে ফাতেমা নগর সেনবাড়ি সহ কমপক্ষে ১৪ গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেই সঙ্গে গৃহবন্দি হয়ে পড়েছে অনেকেই। ওই ব্রিজ দিয়ে ঈশ্বরগঞ্জ সদর , উচাখিলা, রাজিবপুরএবং ব্রহ্মপুত্র নদপাড় হয়ে ত্রিশাল, কালিবাজার ও ময়মনসিংহে প্রতিদিন প্রায় ৪০ হাজার মানুষ যাতায়াত করে। 
 
চর আলগী, গ্রামের ফারুক মিয়া (৪০) বলেন, ‘এই রাস্তা দিয়ে দৈনিক হাজার হাজার লোক ৫০০-৬০০ অটোরিকশা, সিএনজি চালিত, অটোরিকশাসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে। আমরা এই ব্রিজ পাড় হয়ে উচাখিলা ও ঈশ্বরগঞ্জের বাজারে কৃষিপণ্য বিক্রি করতে যাই। এখন আমরা খুবই অসহায়ত্ব বোধ করছি।’
 
খোঁজ নিয়ে জানা যায়, এই ব্রিজটি সড়ক ও জনপথের নিয়ন্ত্রণে।
 
জানতে চাইলে ময়মনসিংহ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী খায়রুল বাসার মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ার খবর পেয়েছি। এ অবস্থায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা হবে।
 
ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version