-->
শিরোনাম

আদালত প্রাঙ্গণে অনিয়ম, ঘুষ-দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি
আদালত প্রাঙ্গণে অনিয়ম, ঘুষ-দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন

স্বাধীন কমিশন গঠন করে বিচার বিভাগের ন্যায় বিচার নিশ্চিতসহ আদালতে প্রাঙ্গণে অনিয়ম, ঘুষ-দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২২আগস্ট) বেলা ১১ টার দিকে আাদালত প্রাঙ্গনে আইনজীবী, লক্লার্ক ও বিচারপ্রার্থী জনগনের উদ্যোগে এ মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে আইনজীবী সরওয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে বক্তব্য দেন, আইনজীবী মো. আব্দুল হালিম প্রামাণিক, মো. রফিকুল ইসলাম সরকার বুলু, মো. শামিউল হক ছামি, মো. আইয়ুব আলী প্রধান, মো. আবুল কাশেম ইয়াসবীর, সাঈদ আল আসাদ, এহতেশামুল এমরান, মাহবুবুর রহমান মন্জু, রেজা মিয়া, মোস্তাফিজুর রহমান, সোয়াইব আহমেদ, শাকিল, লক্লার্ক আব্দুল হাই, বিচারপ্রার্থী এ এস এম মনিরুজ্জামান সবুজ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জুলাই হত্যাকান্ডের বিচার, আহতদের চিকিৎসা ও পূনর্বাসনের আহবান। এবং কোর্ট প্রাঙ্গণে ঘুষ, দূর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা বন্ধ করাসহ স্বাধীন কমিশন গঠন করে বিচার বিভাগের ন্যায় বিচার নিশ্চিত ও বিচারপ্রার্থী জনগণকে হয়রানি বন্ধ, নির্দিষ্ট সময় অনুযায়ী মামলার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার আহবান জানান তারা।

সমাবেশ পরিচালনা করেন আইনজীবী নিলুফার ইয়াসমিন শিল্পী।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version