রাজশাহীতে বিডিআর বিদ্রোহের পুনরায় বিচার, আটক বিডিআর সদস্যদের মুক্তি ও চাকুরিতে পুনবহালের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগষ্ট) সকাল ১০টায় নগরীর জিরোপয়েন্ট এলাকায় মানববন্ধনের আয়োজন করে বিডিআর কল্যাণ পরিষদ ও রাজশাহী জেলার চাকুরীচ্যুত বিডিআর সদস্য।
মানববন্ধনে বক্তরা বলেন, ২০০৯ সালে তৎকালীন রাষ্ট্র ক্ষমতায় থাকা সরকারের ষড়যন্ত্রের মাধ্যমে ভারতীয় সৈন্য অনুপ্রবেশ করিয়ে পিলখানা হত্যাকান্ড ঘটিয়ে দায়ভার নিরিহ বিডিআর জোয়ানদের উপর চাপিয়ে দেয়া হয়েছিল। ফলে সংঘঠিত মিথ্যা বিডিআর বিদ্রোহের দায়ে জেল জুলুম অত্যচারসহ চাকুরিচ্যুত করা হয় অসংখ্য সদস্যদের। ফলে দীর্ঘ ১৫ বছর যাবত অসংখ্য পরিবার মানবতার জীবন যাপন করছেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিডিআর কল্যান পরিষদের প্রধান সমন্বয়ক মো. মোরশেদ আলী, সহকারী সমন্বয়ক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক আজাদ আলী, কোষাধ্যক্ষ হারুন অর রশিদসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও রাজশাহী জেলার চাকুরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের পরিবার৷
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন তারা।
ভোরের আকাশ/ সু
মন্তব্য