বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভারের আশুলিয়ায় এক তরুণ নিহতের ঘটনায় লালমনিরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. মোতাহার হোসেনসহ আওয়ামী লীগের ১২৮ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
বুধবার আশুলিয়া থানায় মামলাটি করা হয়। ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় মো. সুজন ইসলাম (২৫) নামে এক তরুণ নিহত হয়। ওই ঘটনায় তার বাবা মো. সহিদুল ইসলাম বাদি হয়ে এ মামলাটি করেন।
নিহত মো. সুজন ইসলাম লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি এলাকার মো. সহিদুল ইসলামের ছেলে। আন্দোলন চলাকালে তিনি আশুলিয়ার বাইপাইল এলাকায় মামাতো ভাইয়ের ভাড়া বাসায় আশ্রয় নিয়েছিলেন।
মামলায় লালমনিরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. মোতাহার হোসেন, লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, অ্যাড. শফুরা খাতুন, হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন বাবুল, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, হাতীবান্ধার পশ্চিম বেজ গ্রামের মো. সেলিম হোসেন, উপজেলার বড়খাতা এলাকার মো. আলমগীর হোসেন রন্টু, মো. কবির হোসেন, দিলীপ কুমার সিংহ, মো. রাশেদ জামান বিলাশ, সুমন খান, আমিনুল খান, মো. সুলতান আহমেদ রাজন, মো. স্বাধীনকে আসামি করা হয়েছে। তারা সবাই লালমনিরহাট জেলার বাসিন্দা।
এছাড়া মামলায় আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন ভূঁইয়া, সাভার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবীর সরকার, শাজাহান মন্ডল, এনামুল হক মুন্সি, মুঞ্জ দেওয়ান, মো. মোয়াজ্জেম হোসেন, মোতালেব ব্যাপারী, শাহাবুদ্দিন মাদবরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার সব আসামি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পদধারী নেতাকর্মী।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদির ছেলে জুন ও জুলাই মাসে হাতিবান্ধা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়। এ কারণে ১-১৬ নম্বর আসামি আন্দোলন বন্ধে তাকে চাপ দেয়। এ নিয়ে তারা ৭ নম্বর আসামি মাহমুদুল হাসান সোহাগের বাসায় যোগসাজশ ও শলাপরামর্শ করে। তাদের ভয় ও চাপে পড়ে ৩০ জুলাই হাতিবান্ধা থেকে মামলার সাক্ষী গোলাম মোস্তফার আশুলিয়ার বাইপাইলের ভাড়া বাসায় চলে আসে। সেখানে থাকাকালেই ৫ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে বাইপাইল এলাকায় চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয়। ওই সময় আগ্নেয়াস্ত্র, পিস্তল, লোহার রড, বাঁশ, হকিস্টিক ও লাঠিসোটাসহ অস্ত্রসস্ত্র নিয়ে অন্য আসামিরাও সেখানে যোগ দেয়। একপর্যায়ে অজ্ঞাত আসামিরা ঘটনাস্থলে থাকা সুজনকে মাথায় গুলি করে। গুলি কানের এক পাশ দিয়ে ঢুকে মাথার খুলির মাঝখান দিয়ে বের হয়ে যায়। এরপর আসামিরা একইভাবে আরও প্রাণহানি ঘটিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় বাদির ছেলে সেখানে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে পার্শ্ববর্তী গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মাসুদুর রহমান বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ভোরের আকাশ/ সু
মন্তব্য