-->
শিরোনাম

সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ মিছিল

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র
আন্দোলনের প্রতিবাদ মিছিল

আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও করে সেনাবাহিনীসহ ছাত্রদের ওপর অতর্কিত হামলার ঘটনায় সুনামগঞ্জে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সোমবার (২৬ আগস্ট) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শহরের শাপলা চত্বর থেকে এ প্রতিবাদ মিছিল বের করে।

 

প্রতিবাদ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাফিক পয়েন্টে) এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সুনামগঞ্জের শিক্ষার্থী আব্দুল বারী, বায়েজিদ, ওসমান প্রমুখ।

 

এসময় নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর সদস্যরাসহ ছাত্রদের উপর হামলাকারী আনসার সদস্যদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version