-->
শিরোনাম

শ্রমিক আন্দোলনের মুখে আশুলিয়া ও ধামরাইয়ের বেশ কয়েকটি পোশাক কারখানা বন্ধ

সাভার (ঢাকা) প্রতিনিধি
শ্রমিক আন্দোলনের মুখে আশুলিয়া ও ধামরাইয়ের বেশ কয়েকটি পোশাক কারখানা বন্ধ

সাভারের আশুলিয়া ও ধামরাই উপজেলার বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা শ্রমিক ছাটাই বন্ধ, হাজিরা বোনাস, শ্রমিক নিয়োগসহ নানা দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিক ও চাকুরি প্রত্যাশীরা।

আজ রোববার সকাল ৯টার দিকে পলাশবাড়ী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে জিএবি লিমিটেড ও আশে পাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। নরসিংহপুর এলাকায় হা-মীম, শারমীন, নাসা গ্রুপের শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করে। পরে শিল্পাঞ্চল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আশুলিয়ায় শিল্পাঞ্চল পুলিশ - ১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, শ্রমিকরা নানা দাবিতে বিক্ষোভ করছেন। তাদের বিভিন্ন দাবি রয়েছে। দাবিগুলো একেক যায়গায় একেক রকম। ধামরাইয়ে স্নোটেক্স কারখানার সামনে চাকরি প্রত্যাশিরা বিক্ষোভ করেছে। একমি কনজ্যুমারস লিমিটেডেও বিক্ষোভ করছেন শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version