-->
শিরোনাম

শিক্ষক নির্যাতনের প্রতিবাদে ‘শিক্ষকের শাসন’ শীর্ষক আলোচনা সভা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
শিক্ষক নির্যাতনের প্রতিবাদে ‘শিক্ষকের শাসন’ শীর্ষক আলোচনা সভা
‘শিক্ষক হচ্ছে পিতার সমান, সারা জীবন জানাবো সম্মান’ এই শ্লোগানকে সামনে রেখে চলমান সময়ে দেশের বিভিন্ন স্থানে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ‘শিক্ষকের শাসন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্থানীয় প্রেসক্লাবের আয়োজনে সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের সাবেক ছাত্র ও প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মিন্টু রায়। 
 
এছাড়াও সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে, সাবেক প্রধান শিক্ষক আহম্মদ আলী মিয়া, সাবেক শিক্ষক হাবিবুর রহমান, জাকির হোসেন খান, শিক্ষক মতিয়ার হোসেন, সহকারী শিক্ষক অফিসার পলাশ সরদার, সাবেক ছাত্র সাংবাদিক এইচ এম মেহেদী হাসানাত, রতন সেন কংকন, গৌরাঙ্গ লাল দাস উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন। 
 
সরকারি শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মিন্টু রায় বলেন, দেশের বিভিন্ন স্থানে শিক্ষক নির্যাতনের যে ঘটনা ঘটছে সেটা আমাদের জন্য কোনভাবেই মঙ্গলজনক নয়। দেশে শিক্ষার প্রসার ঘটাতে হলে শিক্ষকদের নির্যাতন বন্ধ করতে হবে। আশা করছি, বর্তমান সময়ে দেশে যে শিক্ষক নির্যাতন ঘটছে তা বন্ধে অন্তর্বর্তীকালীন সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। 
 
শিক্ষক আহম্মদ আলী মিয়া বলেন, যে সমস্ত ছাত্র-ছাত্রী শিক্ষকদের সম্মান করেনা আমার ধারনা তারা মা বাবাকেও সম্মান করেনা। শিক্ষকদের সম্মানিত করলে এ জাতি সম্মানিত হবে। তাই আমাদের সকলের শিক্ষকদের সম্মান রক্ষায় এগিয়ে আশা উচিত। 
 
আলোচনা সভার শুরুতে আয়োজকদের পক্ষ থেকে সকল শিক্ষকদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।
 
আলোচনা সভা শেষে সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের সাবেক শিক্ষকগণ তাদের ছাত্র-ছাত্রীদের শাসন স্বরুপ বেদ দিয়ে পিটিয়ে চলমান শিক্ষক নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানায়। 
 
ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version