-->
শিরোনাম

চট্টগ্রাম ওয়াসা ভবন ঘেরাও, বিক্ষোভ

জেলা প্রতিনিধি( চট্টগ্রাম)
চট্টগ্রাম ওয়াসা ভবন ঘেরাও, বিক্ষোভ

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একেএম ফজলুল্লাহকে বেঁধে দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমিটাম শেষে ফের ওয়াসা ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছে সচেতন নাগরিক সমাজ। এসময় এমডিকে অবাঞ্ছিত ঘোষণা করে পদত্যাগের দাবিতে লাগাতার আন্দোলনের ডাক দেওয়া হয়।

 

মঙ্গলবার বেলা ১২টা থেকে ওয়াসা ভবনের সামনে জড়ো হন আন্দোলনকারীরা।

 

একপর্যায়ে দুপক্ষের মধ্যে উতাতজনা ছড়িয়ে পড়ে। ঘটে হাতাহাতির ঘটনা।

 

পরে সেনাবাহিনীর সদস্যরা আসলে পরিস্থিতি শান্ত হয়।

 

প্রসঙ্গত, রোববার (১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে চট্টগ্রাম ওয়াসার এমডি কার্যালয়ে বিক্ষোভ করে পদত্যাগসহ ১৭ দফা দাবিও উত্থাপন করেন বৈষম্যবিরোধী সচেতন নাগরিক সমাজ।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version