শেরপুরের ঝিনাইগাতীতে ৩৭ বোতল বিদেশী মদসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার মধ্যরাতে ঝিনাইগাতী উপজেলার শালচুড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত মাদক কারবারি তিনজনকে ঝিনাইগাতী থানায় সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ডাকাবার এলাকার মো. ফারুক আহম্মেদ, নয়াগাঁও এলাকার মো. শাকিল মিয়া ও ঝিনাইগাতী সদরের মো. শাহিনুর ইসলাম।
র্যাব জামালপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মো. আব্দুর রাজ্জাক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল ঝিনাইগাতী উপজেলার শালচূড়া আলহাজ্ব এস.এম.এ ওয়াজেদ নাইম মডেল কলেজের সামনে অভিযান চালিয়ে ৩৭ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি তিনজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মদের বর্তমান বাজার মূল্য ১ লাখ ২৩ হাজার টাকা বলে জানান।
জানা যায়, গ্রেপ্তারকৃত মাদক কারবারি মো. ফারুক আহম্মেদের নামে ইতিপূর্বে আরও ৮টি মামলা রয়েছে। এছাড়াও তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছে বলেও জানা যায়।
ভোরের আকাশ/ সু
মন্তব্য