-->
শিরোনাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিজিবি মোতায়েন

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিজিবি মোতায়েন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সম্প্রতি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালসহ বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসকদের ওপরে হামলা ও হুমকির পরিপ্রেক্ষিতে এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

বিজিবি সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, গত মঙ্গলবার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে ১ সেপ্টেম্বর (রোববার) চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে দেশের সব সরকারি ও বেসরকারি চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন চিকিৎসকেরা। এদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালীন বন্ধ করে দেয়া হয় সব ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম। এসময় দুর্ভোগের পড়েন চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা।

পরে তিন ঘণ্টা পর কর্মসূচি স্থগিত করলে ফের চিকিৎসা সেবা কার্যক্রম পুনরায় চালু হয়। এসময় চিকিৎসকেরা তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছিলেন।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version