নড়াইলে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৯ তম প্রয়াণ দিবস স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা হয়েছে। অগ্নিবীণা কেন্দ্রিয় সংসদ এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার সকালে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে নজরুল গীতি, বিদ্রোহী কবির রচিত কবিতা আবৃতি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়।
বিকেলে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। মুখ্য আলোচক ছিলেন অগ্নিবীণা কেন্দ্রিয় সংসদ’র সভাপতি ও নজরুল গবেষক এইচ এম সিরাজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্নিবীণা নড়াইল জেলা সংসদ’র সভাপতি কবি মাহাবুবুর রহমান মিঠু। শুভেচ্ছা বক্তব্য দেন অগ্নিবীণা নড়াইল জেলা সংসদ’র সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম। কবি সৈয়দ খায়রুল আলম ও সানজিদা সাফরিন এর পরিচালনায় বক্তব্য দেন সংবর্ধিত অতিথি কবি সৈয়দ আলী আশরাফ। আরোও বক্তব্য দেন ড. কবি শামীম আহসান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস, অ্যাড. কাজী বশিরুল হক, নজরুল গবেষক হাসান পারভেজ প্রমুখ।
ভোরের আকাশ/মি
মন্তব্য