-->
শিরোনাম

শেরপুরে বৈশা বিলে পদ্ম ফুলের সমাহার

শেরপুর প্রতিনিধি
শেরপুরে বৈশা বিলে পদ্ম ফুলের সমাহার
ক্যাপশন: দৃষ্টিনন্দন অপূর্ব সুন্দর বৈশা বিল

শেরপুরে বৈশা বিলে পদ্ম ফুলের সমাহার! বিলের সৌন্দর্যের সাথে সাথে বাতাসে দুলে মিতালি করে পদ্মফুল। এমন অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন ভ্রমণ পিপাসু দর্শনার্থীরা।

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বৈশা বিলে সৌন্দর্য ছড়াচ্ছে সাদা পদ্মফুল। গৌধুলী বিকেলে সূর্যের আলোতে পদ্ম ফুলের আভা ছড়ায় বৈশা বিলে। এমন অসাধারণ দৃশ্য ও সৌন্দর্য উপভোগ করতে প্রকৃতি প্রেমীদের পদ্ম ফুলের পাপড়ি মেলে স্বাগত জানাবে। মনোমুগ্ধকর এমন বিলের দৃশ্য যে কারো নজর কাড়বে।

দূর-দূরান্ত থেকে ঘুরতে আসা দর্শনার্থীরা বলেন, শেরপুরের বৈশা বিলের নাম শুনেছি, কিন্তু দেখিনি, তাই সৌন্দর্য উপভোগ করতে আমরা এখানে ঘুরতে আসছি। এখানে এত সুন্দর একটা জায়গা আছে আমরা ভাবতেই পারিনি। অনেকক্ষন ঘুরলাম-ফিরলাম পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করলাম। দারুণ মুহূর্ত কাটালাম।

স্থানীয় বাসিন্দারা বলেন, বর্তমানে বিল বা জলাশয় ভরাট হওয়ার কারণে খুব বেশি একটা দেখা যায় না পদ্মফুল। বর্ষাকালে পদ্মফুল ফোটে। তখন পদ্মফুল ও বিলের সৌন্দর্য উপভোগ করতে মানুষ বিভিন্ন জাইগা থেকে ঘুরতে আসে।

 

ভোরের আকাশ/সু/মি

মন্তব্য

Beta version