-->
শিরোনাম

রায়গঞ্জে নিখোঁজের দুইদিন পর অটোভ্যান চালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
রায়গঞ্জে নিখোঁজের দুইদিন পর অটোভ্যান চালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জে নিখোঁজের দুইদিন পরে মুঞ্জিল শেখ (৫০) নামের এক মিশুক অটোভ্যান চালকের হাত পা বাধাঁ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ইটভাটার ইটের খামালের ওপর থেকে হাত পা বাধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মিশুক অটোভ্যান চালক মুঞ্জিল শেখ রঘুনাথপুর গ্রামের মৃত আছাব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিশুক চালক মুঞ্জিল দুদিন ধরে নিখোঁজ ছিলেন। কিন্তু আজ শনিবার সকালে রঘুনাথপুর গ্রামের ভুইয়াগাঁতী থেকে সলঙ্গা যাওয়ার রাস্তার পাশে দেশ ইটভাটার ইটের খামালের ওপর হাত পা বাধা একটি মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে সলঙ্গা থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপাপ্ত কর্মকর্তা কে.এম রবিউল ইসলাম জানান, আজ সকালে ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে একটি ইটের ভাটায় হাত পা বাঁধা অবস্থায় একটি লাশ পরে আছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version