-->
শিরোনাম

বন বিভাগের কর্মকর্তাদের তৎপরতায় বন্যপ্রাণী উদ্ধার

বরিশাল প্রতিনিধি
বন বিভাগের কর্মকর্তাদের তৎপরতায় বন্যপ্রাণী উদ্ধার

ঢাকা থেকে নিয়ে আসা একটি ময়না ও টিয়া উদ্ধার করেছে এনিমেল ওয়েলফেয়ার অব বরিশালের সদস্যরা ও বনবিভাগ। সোমবার রাতে পাখি দুইটি উদ্ধার করা হয় বলে জানান এনিমেল ওয়েলফেয়ার বরিশালের আহ্বায়ক সাবেকুননাহার তুবা।

তুবা জানান, তিনি বিএমএফ পরিবহনের একটি বাসে ঢাকা থেকে বরিশাল আসছিলেন। পথে যাত্রাবাড়ী এলাকা থেকে পাখি দুইটি নিয়ে এক নারীসহ পরিবারের সদস্যরা বাসে উঠেন।

বন্য প্রাণী সংরক্ষণ আইনে দেশীয় প্রজাতির পাখি পালনের নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে পাখি দুইটি ছেড়ে দেয়ার অনুরোধ করা হয়। কিন্তু তারা তার সঙ্গে দুর্ব্যবহার করে। পরে তুবা বিষয়টি বরিশাল সদর উপজেলা বন কর্মকর্তা আবু সুফিয়ানকে অবহিত করেন।

বরিশাল সদর উপজেলা বন কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, পাখি নিয়ে আসা ব্যক্তিরা নগরীর গড়িয়ার পাড় এলাকায় এসে নেমে স্বরুপকাঠিগামী বাসে উঠে। পরে বাবুগঞ্জের মাধবপাশা বাজার এলাকায় গিয়ে পাখি দুটি উদ্ধার করা হয়েছে।

তবে আইন না জানায় পরিবারটিকে ছেড়ে দেওয়া হয়েছে। বন কর্মকর্তা জানান, পাখি দুইটি তাদের জিম্মায় রয়েছে। চিকিৎসা সেবা দিয়ে বনে ছেড়ে দেওয়া হবে।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version